Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে পুত্রের হাতে পিতা খুন, ঘাতক পুত্র আটক

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ৬:০৬ পিএম

শেরপুরের নকলার কবুতরমারীতে পিতা হাবিবুর রহমান হাবি (৪৮) কে মারধর করে খুন করার অভিযোগে ঘাতক পুত্র মিলন মিয়া (২১) কে আটক করেছে পুলিশ।

আজ ৩১ জুলাই শুক্রবার দুপুরে নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের কবুতরমাড়ি গ্রামের মিলনবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, মিলন পোশাক শ্রমিক হিসেবে ঢাকায় কাজ করতেন। গতকাল ঈদের ছুটিতে বাড়িতে আসেন। টাকা পয়সা নিয়ে তার পিতার সাথে কথা কাটাকাটি শুরু হলে মিলন মিয়া তার পিতার গলা চেপে ধরলে ঘটনাস্থালেই নিহত হন হাবি। পরে পুলিশ এলাকাবাসীর সহযোগিতা নিয়ে মিলন মিয়াকে আটক করতে সক্ষম হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যত্যা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আমরা এলাকাবাসীর সহযোগিতায় মিলন মিয়াকে আটক করি। নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেই। এ ব্যাপারে নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ