Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঈদের দিনেও বৃষ্টির সৃষ্টিতে অসহায় থাকবে সিলেটবাসী!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ৫:১৮ পিএম

সিলেটে পবিত্র ঈদুল আযহার দিনে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনিতেই সিলেটে টানা বৃষ্টির পর অস্বস্তিকর গরমে অনেকটা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানিয়েছেন, সিলেট সহ রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।’ এই সময়ে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে আশংকা করছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার কোরবানির ঈদ উদযাপিত হবে। সেদিন সকালে ঈদের নামাজের পর পশু কোরবানি দেবে মুসলমান সম্প্রদায়। বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এতে করে বৃষ্টির দখলে পড়ে পরিবেশ প্রতিবেশ বিপর্যস্ত হয়ে উঠবে। ঈদের আনুষ্টিনকতায় দেখা দিবে বিরাট ঘাটতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ