Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিসিক মেয়র আরিফের ঈদ শুভেচ্ছা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ৫:১৩ পিএম

ঈদ-উল আযহার শুভেচ্ছা নগরবাসীকে জানিয়েছেন সিলেট সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। করোনা পরিস্থিতির মধ্যে সবাইকে নিরাপদে সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনুষ্ঠানিকতা পালনের আহবানও জানান সিসিক মেয়র। গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় সিসিক মেয়র বলেন, একটি ভিন্ন পরিস্থিতিতে পালন করতে হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল আযহা। বিশ্বজুড়ে করোনা মহামারির এই সময়ে জনজীবন বিপর্যস্ত। ফলে সতর্কতার সঙ্গে এবং নানা বিধিনিষেধ মেনে পালন করতে হবে ঈদ। তিনি আরও বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অনেকেই কোরবানি দেবো। তবে কোরবানির পশু জবাই করতে গিয়ে যেন পরিবেশ দূষণ না হয় সেদিকে সবাইকে সর্তকতা অবলম্বন জরুরী। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতে অংশ নেওয়া, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ আনুষ্ঠানিকতা পালন করার আহবানও জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ