Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগঞ্জে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ৪:৫০ পিএম

রামগঞ্জ উপজেলার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে ইংরেজী বিষয়ের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও বিপিএড এর একজন শিক্ষককে উক্ত পদে নিয়োগ দেওয়ার জন্য চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও উক্ত পদে ১৯ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষা নেওয়া হয়েছে ৩ জনের।

আবেদনকারীদের ইন্টারভিউ কার্ড ইস্যু না করে গোপনে ৩ জন প্রার্থীকে নিয়ে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করায় উক্ত নিয়োগ বাতিলের জন্য ছেনোয়ারা বেগম, রাবেয়া বেগম সহ কয়েক জন আবেদনকারী ২৯ জুলাই জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ করেন ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ। পরে ৩ মার্চ ২০২০ ইং তারিখে এ সংক্রান্ত আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। এতে উল্লেখ করা হয় পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। কিন্তু ২৬ জুলাই নিয়োগ পরীক্ষায় শুধুমাত্র পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে পূর্বে আবেদনকারীদের না জানিয়ে মাত্র ৩ জন প্রার্থীকে নিয়ে নিয়োগ পরীক্ষা সম্পূন্ন করে স্কুল কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করা শর্তে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির একাধিক সদস্য বলেন, মোট ১৯ জন প্রার্থী আবেদন করে এর মধ্যে একজন যাচাই বাচাইয়ে বাদ পড়ে যায়। বাকী ১৮ জনের পরীক্ষা না নিয়ে ৩ জনের পরীক্ষা নেওয়া হয়েছে। এর মধ্যে ২ জন ড্যামি প্রার্থী ছিলো ।

এব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান তছলিম মিয়া বলেন, ৩ জনের মধ্যে পরীক্ষা নিয়ে এক জনকে চুড়ান্ত করা হয়েছে ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদ বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সহ ৩ জনের মধ্যে একজনকে মনোনীত করে, এতে আমার কিছু করার নেই ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ