Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে বাঘের ছানা উদ্ধার

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ৪:৪৩ পিএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন কামারহাটের দক্ষিন ধন্যপুর টাওয়ারের গোড়া নামকস্থান থেকে ৪টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা চন্দন ভৌমিক (৩১ জুলাই শুক্রবার) বিষয়টি নিশ্চিত করে বলেন, বাচ্চা গুলো অনেক ছোট বিধায় পশু প্রেমিক মোঃ আনোয়ার হোসেনের কাছে আপাতত রেখে আসি। পরবর্তীতে যখন বাচ্চা গুলো একটু বড় হবে তখন বন বিভাগ বাচ্চা গুলো নিয়ে যাবে।

জানা যায়, স্থানীয় জনগণ ধন্যপুর টাওয়ারের নিচে বাচ্চাসহ মেছো দেখতে পেয়ে জনতা মা মেছো বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে পরে স্থানীয় চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোড সংলগ্ন বিসমিল্লাহ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর স্বত্তাধিকারী মোঃ আনোয়ার হোসেন বাচ্চা গুলো নিজের দায়িত্বে নিয়ে যায়।

আনোয়ার হোসেন জানান, তিনি মেছো বাঘের বাচ্চা গুলো পাওয়ার পর ইউটিউবে টিউটোরিয়াল দেখে বাচ্চা গুলোর জন্য আলোর ব্যবস্থা করে উত্তাপ দেই এবং তরল দুধ খাওয়াই। বাচ্চা গুলো এখন সুস্থ আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ