Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জের মহাসড়কে দীর্ঘ যানজট

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ৪:০০ পিএম

নারায়ণগঞ্জের ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কাঁচপুর সেতু এলাকায় ঈদকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রাপথে যানবাহনের অনেক চাপ বেড়েছে। কিছু কিছু স্থানে যানজট ও পুরো মহাসড়কেই রয়েছে যানবাহনের ধীরগতি।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টা থেকেই শুরু হয়েছে যানবাহনের ধীরগতি ও যানজটের।
এতে করে বাড়ি ফেরা মানুষেরা পড়েছেন তীব্র ভোগান্তিতে। এর মধ্যে অধিকাংশ যানবাহনই সামাজিক দূরত্ব ও বাসের সিট ফাঁকা না রেখেই পুরো বাস ভরে যাত্রী নিয়েছেন। এতে স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানা হয়নি।
সকাল ৮টার পর থেকে যানবাহনের চাপ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পথে পথে যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি পুরো মহাসড়কে যানবাহনের ধীরগতি দেখা যায়।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকাল থেকেই চাপ বেড়েছে। যানজট রয়েছে তবে সেটি নিরসনে কাজ করছে ট্রাফিক বিভাগ। মানুষ হঠাৎ করে এক সঙ্গে শুক্রবারে বাড়ি ফেরায় চাপ বেশি বলে জানান তিনি।ওসি বলেন, আমরা সকাল থেকেই চেষ্টা করছি ধীরগতিতে হলেও যেন যানবাহন চলাচল স্বাভাবিক থাকে। যানজট যেন না লেগে থাকে সেদিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ