বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা সংকটে বিগত ঈদ উল ফিতরের মতো ঈদ উল আজহায়ও বরিশাল বিভাগীয় সদরের ঈদগাহে প্রধান জামাত হচ্ছেনা । সরকারের নির্দেশনা অনুসরন করেই বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের আয়োজন করেনি সিটি করপোরেশন। এদিকে স্বাস্থ্য বিধি সহ শারীরিক দূরত্ব রক্ষায় এবার নগরীর অনেক মসজিদেই দুই থেকে সর্বোচ্চ ৪টি করে জামাতের আয়োজন করা হয়েছে।
দক্ষিণাঞ্চলে বৃহত ঈদ জামাত অনুষ্ঠিত হবে ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিল জামে মসজিদে। দেশের বিভিন্ন এলাকা থেকে জাকেরান ও আশেকান সহ মুসুল্লিয়ানবৃন্দ এ দরবারে সকাল ১০টায় ঈদ জামাতে অংশ নেবেন। এবারো দরবার শরিফে বিপুল সংখ্যক পশু কোরবানি দেয়া হচ্ছে। ঈদের নামাজ শেষে বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওজা শরিফ জিয়ারতে সমবেত জাকেরান ও আশেকান সহ মুসুল্লীয়নগন অংশ নেবেন।
বরিশালের চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৯টায় ঈদ জামাতে পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইমামতি করবেন। পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাতে পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি মোহম্মদ মোহেব্বুল্লাহ ছাহেব অংশ নেবেন। ঝালকাঠীর নেসারাবাদের কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ) দরবার শরীফ মাঠে সকাল ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে । বরিশালের উজিরপুরের গুঠিয়ার দৃস্টিনন্দন জামে বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
বরিশাল মহানগরীর চৌমাথা মার্কাজ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে । নগরীর জামে বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়, নগরীর কেন্দ্রীয় জামে কশাই মসজিদে সকাল ৮টায় ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর চক বাজারের জামে এবাদুল্লাহ মছজিদে এবার ৩টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, সকাল ৯টায় ও সকাল ১০টায় । নগরীর পুলিশ লাইন্স জামে মসজিদে সর্বাধিক ৪টি জামাত অনুষ্ঠিত হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। শারীরিক দূরত্ব রক্ষার জন্য পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল ৮টায়, সকাল সাড়ে ৮টায়, সকাল ৯টায় এবং সকাল সাড়ে ৯টায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
কেন্দ্রিয় কারাগার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নগরীর খান সড়ক জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
এছাড়াও বািরশাল মহানগরী সহ বিভাগের ৬ জেলায় সহ¯্রাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এসব ঈদ জামাতের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বরিশাল মেট্রোপলিন এবং রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।