Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ঈদ জামাত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১২:০১ এএম

আগামীকাল শনিবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্বীর্যে সারাদেশে ঈদুল আজহা পালিত হবে। প্রাণঘাতী করোনা সংক্রমণ ঠেকাতে এবার রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুধু মসজিদে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনে মসজিদে মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় থেকে আগেই কতিপয় দিকনির্দেশনা জারি করেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ছয়টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সামাজিক দূরত্ব বজায় রেখেই ঈদ জামাত অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। মহাখালিস্থ মসজিদে গাউছুল আজমে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রথম ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, সকাল ৭টা ৫০ মিনিটে দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মুফতি মুহিববুল্লাহ হিল বাকি নদভী। সকাল পৌনে ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক, সকাল ৯ টা ৩৫ মিনিটে চতুর্থ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাসেম, সকাল ১০ টা ৩০ মিনিটে পঞ্চম জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান এবং সকাল ১১ টা ১০ মিনিটে ৬ষ্ঠ ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশন সাবেক উপ পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া। সরকারি মাদরাসা ই আলিয়া মসজিদে সকাল ৮ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে, লক্ষ্মী বাজার নূরাণী জামে মসজিদে সকাল ৮ টায়, লক্ষ্মী বাজার মিয়া সাহেব ময়দান খানকা শরীফ জামে মসজিদে সকাল ৭ টায়, লালবাগ জে এন সাহা রোডস্থ বায়তুস সালাম জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব মুফতি দেলোয়ার হোসেন আশরাফী এছাড়া এতে সকাল সাড়ে ৮ টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে, কারওয়ান বাজার আম্বর শাহ জামে মসজিদে সকাল ৭ টা ৩০ মিনিটে ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদের প্রধান খতিব ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর,
নগরীর চকবাজার ইসলামবাগ বড় মসজিদে সকাল ৭ টায় ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব শাইখুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, এছাড়া সকাল ৮ টায় ও সকাল ৯ টায় আরো দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সেগুন বাগিচাস্থ মসজিদে নূর-এ সকাল সাড়ে ৭ টায় ঈদ জামাতে ইমামতি করবেন খতীব মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী, ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মসজিদে সকাল ৭ টা ৩০ মিনিটে ঈদ জামাতে ইমামতি করবেন নুরিয়া মসজিদের খতিব ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াযী, কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদে সকাল ৭ টায় ঈদ জামাতে ইমামতি করবেন খতিব মুফতি সুলতান মহিউদ্দিন, আকসা হুজুরপাড়া কামরাঙ্গীরচর মসজিদে সকাল ৭ টায় ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ঢাকার ডেমরার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দিকীয়া মাদরাসা জামে মসজিদে সকাল ৭ টায় ঈদ জামাতে ইমামতি করবেন খতীব মাওলানা মো. মনিরুল ইসলাম এবং ডেমরার বড় ভাঙ্গাস্থ আল আকসা জামে মসজিদে ( আলহাজ নান্নু মুন্সি) সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।



 

Show all comments
  • মাসুদুর রহমান ৩১ জুলাই, ২০২০, ৮:১৬ এএম says : 0
    সময় ও মসজিদের নামগুলো দেয়ায় দৈনিক ইনকিলাব অসংখ্য ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • তিতুমীর ৩১ জুলাই, ২০২০, ৮:১৬ এএম says : 0
    ঈদের নামাজের সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ রইল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ-জামাত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ