পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অনলাইনে জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গতকাল বিকেলে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, যেকোনো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাÐ রুখতে আমরা সচেষ্ট রয়েছি। অনলাইনেও জঙ্গি কার্যক্রম নজরদারি করা হচ্ছে। সারাদেশেই র্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। এবিষয় আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। নাশকতা ও হামলা মোকাবিলায় পর্যাপ্ত রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। দেশব্যাপী র্যাবের মোবাইল ফোর্স ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
তিনি আরো বলেন, যেকোনো বড় ধরনের ইভেন্ট এলেই র্যাব সব বিষয় বিবেচনায় রেখেই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে থাকে। যাতে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারি। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা সবাই পবিত্র ঈদের নামাজ আদায় করতে আসুন। নির্ভয়ে ঈদের নামাজ আদায় করুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।