Inqilab Logo

শুক্রবার, ২১ জুন ২০২৪, ০৭ আষাঢ় ১৪৩১, ১৪ যিলহজ ১৪৪৫ হিজরী

গাজীপুরে হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও ছেলের ফাঁসি

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে এক নারীকে হত্যার দায়ে স্বামী-স্ত্রী ও ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাজী ভূঁইয়া এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ভবনাথপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে সিদ্দিক ভাণ্ডারি, তার স্ত্রী আয়েশা খাতুন ও ছেলে তারেক ওরফে মুরাদ হোসেন। তারা গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার দক্ষিণ খাইলকুর এলাকায় ভাড়া থাকতেন।
গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি আতাউর রহমান খান জানান, ২০০৮ সালের ১৪ মে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ খাইলকুর এলাকার জাকির হোসেনের স্ত্রী সাফিয়া বেগম (৬৫) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
পর দিন বাড়ির কাছে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।
হত্যায় ওই তিনজনের জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। তদন্ত শেষ ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি জয়দেবপুর থানার এসআই সুজায়েত হোসেন ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ