বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর জেলার মতলব উপজেলায় বন্যার পানিতে ফেরিঘাটের দুই পাড় তলিয়ে যাওয়ায় চাঁদপুরের মতলব ফেরিঘাট অচল হয়ে পড়েছে। এতে ঘাটে অর্ধশতাধিক যানবাহন আটকে আছে।
আজ বুধবার সকাল ১০টায় মতলব ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ওই ঘাটের দুই পাড় তিন-চার ফুট পানির নিচে।
চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার মধ্যবর্তী ধনাগোদা নদীতে কয়েক দিন ধরেই পানি বাড়ছে।
গতকাল মঙ্গলবার ভোর পাঁচটা থেকে হঠাৎ করে ওই ফেরিঘাটের দুই পাড় বন্যার পানিতে তলিয়ে যায়।
ঘাট সংলগ্ন সড়কে আটকে আছে অর্ধশতাধিক যানবাহন। মতলব-দাউদকান্দি, মতলব-চাঁদপুর, মতলব-নারায়ণগঞ্জ ও মতলব-ঢাকা সড়কপথে চলাচলকারী এসব যানবাহন এই ফেরি দিয়ে পার হয়। তবে এই রুটে বেশির ভাগই মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেট কার ও অটোরিকশা চলাচল করে। মাঝেমধ্যে পণ্যবাহী ট্রাকও চলে।
চাঁদপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দত্ত বলেন, গতকাল ভোর পাঁচটা থেকে ওই ফেরিঘাটের দুই পাড় ও সংযোগ সড়ক পানিতে ডুবে গেছে। এতে ফেরিতে যানবাহন ওঠানামা করতে পারছে না। তাই ফেরি চলাচল আপাতত বন্ধ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।