Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খোদাদ্রোহী শক্তির সাথে যারা আঁতাত করছে তাদের সাথে আমাদের লড়াই -হাসান সরকার

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৯:২৯ পিএম

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, খোদাদ্রোহী শক্তির সাথে যারা আঁতাত করছে আজকে তাদের সাথে আমাদের লড়াই চলছে। স্বৈরাচারমুক্ত একটি সুন্দর দেশ দেখতে চাইলে শেষ রাতে আরামের বিছানা ত্যাগ করে সর্বশক্তিমানের কাছে দু’চোখের অশ্রু ফেলে ফরিয়াদ করতে হবে। একমাত্র শেষ রাতে দু’চোখের অশ্রুই পারে স্বৈরশাসনের পতন ঘটাতে।
তিনি মঙ্গলবার বাদ আসর গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি শফিউল আলম বাবুর রূহের মাগফিরাত কামনায় টঙ্গী আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এম.আব্দুল্লাহ বলেন, শফিউল আলম বাবু ছিলেন একজন কর্মীবান্ধব জনপ্রিয় নেতা। যার অকাল মৃত্যুতে দলের কর্মীরা বিলাপ করে কেঁদেছে। ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হলে এবং ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে হলে শফিউল আলম বাবুর মতো কর্মীবান্ধব নেতৃত্ব তৈরি করতে হবে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর যুবদলের প্রচার সম্পাদক বেঞ্জির রহমান পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, গাজীপুর মহানগর যুবদলেল সভাপতি প্রভাষক বসির উদ্দিন, মহানগরের গাছা থানা বিএনপির সভাপতি বসির উদ্দিন বাচ্চু, টঙ্গী পূর্ব থানা বিএনপিসাধারণ সম্পাদক ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন সফি, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান আতিক, আক্তারুজ্জামান নূর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ