Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত হয়েছেন বিজরীর মা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৮:৩৬ পিএম

এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর মা ও প্রতিথযশা নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এমনটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন বিজরী নিজেই।

সম্প্রতি নিজের ফেফবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন বিজরী বরকতুল্লাহ। সেখানে তিনি লিখেছেন, 'এত অসহায় এ জীবনে কোনো দিন লাগেনি।'

এমন পোস্ট প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ওই পোস্টের মন্তব্যের ঘরে তাকে জিজ্ঞেস করা হয়, কি হয়েছে আপনার? এর জবাবে বিজরী লেখেন আমার মা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এরপরই রীতিমতো সবাই তার মায়ের জন্য প্রার্থনা শুরু করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'তার মায়ের জন্য জরুরী ভিত্তিতে বি পজেটিভ প্লাজমা প্রয়োজন। অবশ্যই করোনায় আক্রান্ত হননি এমন ব্যক্তিকেই যোগাযোগ করতে বলেছেন।'

মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে গণমাধ্যমে তিনি বলেছেন, 'অন্যান্য রোগীর তুলনায় মা কিছুটা ভালোই আছেন। তবে কৃত্রিম উপায়ে মাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ