Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে স্রোতে ভেসে গেলো নদী রক্ষা বাঁধ, ২০টি গ্রাম প্লাবিত

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৮:০০ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল-ভবানীপুর নদী রক্ষা বাঁধ বানের স্রোতে ভেঙে গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে ঝিনাই নদীর বাঁধে এ ঘটনা ঘটে। এতে নতুন করে প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছে ২০টি গ্রামের মানুষ।
ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন রতন জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় ঝিনাই নদীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত ডোয়াইল-ভবানীপুর নদী রক্ষা বাঁধের ভবানীপুর পূর্বপাড়া স্থানে ভাঙনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই নদীর পানির তীব্র স্রোতে বাঁধের প্রায় ২০ মিটার অংশ ভেঙে বিলীন হয়ে যায়। এতে ডোয়াইল, ভবানীপুর, বিলপাড়া, কাজী সদর, বেপারীপাড়া, পঞ্চনন্দপুর, পরমানন্দপুর, নয়াপাড়া, কৃষ্ণপুরসহ বাঁধের আশেপাশে থাকা অন্ততঃ ২০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রাম।
এলাকাবাসীর অভিযোগ, এ বাঁধে পার্শ্ববর্তী ১০টি গ্রামের মানুষ নিয়মিত চলাচল করে। বাঁধটি নির্মাণের পর থেকে এ পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। বেশ কয়েকটি স্থানে পূর্বে থেকেই ফাঁটল থাকলেও কর্তৃপক্ষ তা নজরে নেয়নি। ফলে সাম্প্রতিক বন্যায় ভাঙনের সৃষ্টি হলো। এতে এ এলাকার অন্ততঃ অর্ধ লক্ষাধিক মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, নদীর তীব্র স্রোতে ওই বাঁধের প্রায় ২০ মিটার অংশ ভেঙে গেছে। বাঁধটি প্রাথমিকভাবে সংস্কার করে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করতে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডেও (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, ৪৮ কি.মি দৈর্ঘ্যরে কাবারিয়াবাড়ি প্রকল্পের আওতায় নির্মিত বাঁধের এক অংশ স্রোতে ভেঙে গেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শীঘ্রই বাঁধটি সংস্কার করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ