Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়ে ৭ হাজারে করোনা আক্রান্ত সিলেটে : আরও ৪ জনের মৃত্যু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৫:২৩ পিএম

সিলেট বিভাগে আজ সকাল ৮টা পর্যন্ত প্রায় চার মাসে সাড়ে সাত হাজার ছাড়িয়েছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে ১৩৯ জনের হয়েছে মৃত্যু।
এদিকে, সোমবার একদিনে এ ভাইরাসে শনাক্ত হয়েছেন আরও ৯০ জন। মারা গেছেন ৪ জন। আক্রান্ত ৯০ জনের মধ্যে সিলেট ৪৬, মৌলভীবাজার ১৬ সুনামগঞ্জের ১৮ ও হবিগঞ্জের ১০ জন। মৃত্যু ৪জনের মধ্যে সিলেট ৩ জন ও সুনামগঞ্জ ১ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগে আক্রান্ত ৭৫৭৮ জনের মধ্যে সিলেট ৪০৭৬, মৌলভীবাজার ৯৩৫ সুনামগঞ্জে ১৪৩৫ ও হবিগঞ্জে ১১৩২ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে আজ পর্যন্ত১৯১ জন ভর্তি আছেন হাসপাতালে। এর মধ্যে সিলেটে ৮৪, মৌলভীবাজারে ২৫ সুনামগঞ্জে ৩৮ ও হবিগঞ্জে ৪৪ জন। এদিকে, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৫ জন হয়েছেন করোনামুক্ত। এর মধ্যে সিলেটে ১৪, মৌলভীবাজারে ১৪ সুনামগঞ্জে ২৪ ও হবিগঞ্জে ২১ জন। আর এ পর্যন্ত ৩২৫৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১০১১, মৌলভীবাজারে ৫৩১, সুনামগঞ্জে ১০৯২ ও হবিগঞ্জে ৬২২ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, গত ১০ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১৬৬৩৭ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে। ১৬০৭২ জনকে ছাড়পত্র দেয়েছে ছাড়পত্র। বর্তমানে ৫৬৫ জন অবস্থান করছেনহোম কোয়ারেন্টিনে। এর মধ্যে সিলেটে ৩৯৫, মৌলভীবাজারে ৬৯ সুনামগঞ্জে ৭২ ও হবিগঞ্জে ২৯ জন। আজ পর্যন্ত বিভাগের ৩৬১ জন আছেন হাসপাতালে কোয়ারেন্টিনরত। এর মধ্যে সিলেটে ৮৩, হবিগঞ্জে ১৪৪, মৌলভীবাজারে ৯১ ও সুনামগঞ্জে ৪৩ জন। এদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা ১৩৯ জন। এর মধ্যে সিলেট ১০৪, মৌলভীবাজারে ১০, সুনামগঞ্জে ১৫ ও হবিগঞ্জে ১০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ