পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস মহামারীর মধ্যে জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে ভার্চ্যুয়াল শুনানি করেছে তথ্য কমিশন। গতকাল সোমবার প্রথমবারের মত ভার্চুয়াল শুনানির মাধ্যমে তথ্য কমিশন দুটি অভিযোগের নিষ্পত্তি করেছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, যশোর সদরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ঝিকরগাছার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে দুটি অভিযোগ ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি করা হয়। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও তথ্য কমিশনার আবদুল মালেক ভর্চ্যুয়াল শুনানিতে অংশ নেন। এছাড়া এদিন সাভার হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে একটি অভিযোগের ওপর পুনঃশুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। অনেকক্ষেত্রে তথ্য না দেওয়ার কারণে তথ্য প্রদানকারী কর্মকর্তাকে জরিমানাও করা হয়।
##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।