পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত খুলে দিতে প্রধান বিচারপতির বরাবর আবারও আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট বার। গতকাল সোমবার বারের সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজলের স্বাক্ষরে এ আবেদন পাঠানো হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির গত ৮ জুলাই অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ৭টি সিদ্ধান্ত গ্রহণ করে। যা আপনাকে (প্রধান বিচারপতি) প্রস্তাবনা আকারে অবহিত করা হয়েছে। গত ২৬ জুলাই কার্যকরী কমিটির সভায় বর্তমান প্রেক্ষাপটে বিগত সভার ৭টি প্রস্তাবনা পর্যালোচনা করে পুনরায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানানোর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে। নিয়মিত আদালত চালুর বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের সুনির্দিষ্ট অভিমত জানানো হলেও এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করেছে কি না আমরা অবগত নই। নিয়মিত আদালত চালুর পূর্ব প্রস্তুতি গ্রহণের বিষয়ে আমরা যেসব প্রস্তাবনা দিয়েছিলাম তা বিবেচনাযোগ্য কিনা,তা আমরা জানতে পারিনি। চিঠিতে আরও বলা হয়, ‘অস্থায়ী ভিত্তিতে চালু থাকা ভার্চুয়াল আদালতে সময়ের সীমাবদ্ধতা,মামলা দায়ের,মামলা লিস্টে আনা এবং আদেশ পাঠানোর ক্ষেত্রে আইনজীবীরা যেসব প্রক্রিয়াগত সমস্যার সম্মুখিন হচ্ছেন তার কোনো দৃশ্যমান সমাধান আমরা পাইনি। তাই এই আবেদনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির প্রস্তাবনার আলোকে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।