Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোভিড-১৯ এরনতুন চিকিৎসা পদ্ধতি আসছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

করোনা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর থেরাপিভিত্তিক এক নতুন চিকিৎসা পদ্ধতির ঘোষণা দিতে যাচ্ছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র অল্পদিনের মধ্যেই করোনাভাইরাসের নতুন চিকিৎসা পদ্ধতি শুরু হতে পারে। সম্প্রতি এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদের কথা জানিয়েছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস। রোববার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

করোনার থাবায় বিপর্যস্ত সারা বিশ্ব। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এই মারণভাইরাসে। এখনও কার্যকর কোনও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা যায়নি। বিশ্বে ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে আছে ১৭৩টি উদ্যোগ। এর মধ্যে তৃতীয় ধাপের পরীক্ষায় পৌঁছাতে পেরেছে তিনটি, তবে কোনও ভ্যাকসিনের চূড়ান্ত সাফল্যের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এমন পরিস্থিতিতে নতুন এক চিকিৎসা পদ্ধতি নিয়ে আশাবাদের কথা শোনালেন মার্ক মিডোস। তিনি বলেছেন, ‘আমি আশাবাদী যে, কিছু যুগান্তকারী প্রযুক্তির সহায়তায় আমরা অল্প দিনে কিছু নতুন থেরাপির ঘোষণা দিতে সক্ষম হব।’ করোনার চিকিৎসা নিয়ে আশার বাণী শোনালেও কী ধরনের থেরাপি আসছে, তাতে কী ধরনের যুগান্তকারী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা খোলাসা করেননি মার্ক মিডোস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো করেই করোনাভাইরাসকে চীনা ভাইরাস আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘আমরা আশাবাদী যে সামনের দিনগুলোতে থেরাপি ও ভ্যাকসিনের ব্যাপারে কিছু সুসংবাদ দিতে পারবো।’ সূত্র : এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ