Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ভারতীয় চোরাই মোবাইলসহ ব্যাবের হাতে আটক ২ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ৭:২১ পিএম

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানা এলাকার মুরাদপুরে ৭১টি ভারতীয় চোরাই মোবাইল সহ দু'জনকে আটক করেছে র‌্যাব-৯। উদ্ধারকৃত চোরাই মোবাইলের আনুমানিক মূল্য সাড়ে ১৮ লাখ টাকা। এসময় চোরাইকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। আটককৃতদের সোমবার (২৭ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (২৬ জুলাই) রাতে র‌্যাব- ৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আটকৃতরা হচ্ছে নগরীর উপশহরের মৃত আব্দুল বাছিরের পূত্র বুখাইর আহমেদ (২৯) ও আব্দুল মতিন সোহেলের পূত্র পলাশ আহমেদ (২৯)। চোরাই মোবাইল সহ আটকের বিয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন (মিডিয়া) জানান, আটকৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ