Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মুক্ত হলেন ঐশ্বরিয়া-আরাধ্যা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ৬:০৮ পিএম | আপডেট : ১২:৫৩ পিএম, ২৮ জুলাই, ২০২০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও তার মেয়ে আরাধ্যা। তবে স্বস্তির খবর হলো, অবশেষে করোনা জয় করে বাড়ি ফিরেছেন তারা দু'জনই।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টা নাগাদ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন অভিষেক বচ্চন। সেখানে তিনি লিখেছেন, 'আপনাদের ভালোবাসা ও প্রার্থনা যেন এভাবেই থাকে। সৌভাগ্যবশত ঐশ্বরিয়া ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। ইতোমধ্যে ওদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ওরা বাড়িতেই থাকবে। তবে আমি আর বাবা আপাতত হাসপাতালেই থাকছি।'

এর আগে মৃদু উপসর্গ দেখা দিলে মুম্বাইয়ের বান্দ্রা রোডের বাংলো প্রতীক্ষায় হোম আইসোলেশনে ছিলেন মা ও মেয়ে। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেন বচ্চন পরিবারের এই দুই সদস্য।

গেল কয়েকদিন আগেই ভারতীয় গণমাধ্যম দাবি করেছিলো করোনা মুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন। এই খবরে মুহুর্তেই উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন শাহেনশা ভক্তরা। তবে এমন ভিত্তিহীন খবর নজরে আসতেই বিগ বি জানিয়ে দেন, সে খবর মিথ্যা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ