Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে এনএসআই এবং র‌্যাবের যৌথ অভিযানে সাড়ে ৫৬ মে. টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার

তিন ব্যবসায়ীর তিন লাখ টাকা জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ৮:২৫ পিএম

নীলফামারী সৈয়দপুরে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও নিষিদ্ধ সাড়ে ৫৬ মেট্টিক টন পলিথিন উদ্ধার করা হয়েছে। আজ রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জাতাীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগ, (এনএসআই) নীলফামারী জেলা এবং র‌্যাব-১৩ যৌথ অভিযান চালিয়ে শহরের শহীদ জহুরুল হক ও শহীদ ডা. জিকরুল হক সড়কের তিন ব্যবসায়ীর গোডাউন ও দোকান থেকে ওই পলিথিন উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে অবৈধ পলিথিন ব্যবসায়ী সাবদার, আব্দুর রশীদ ও ইমরানের তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ রবিবার দুপুর ১২টায় এনএসআইয় নীলফামারী জেলার গোপন পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব হাসান ও জায়ইদ ইমরুল মোজাক্কীরের উপস্থিতিতে এনএসআই ও র‌্যাব - ১৩ সদস্যরা সৈয়দপুর শহরে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে শহরের শহীদ জহুরুল হক সড়কের পলিথিন ব্যবসায়ী জনৈক সাবদারের তিনটি গোডাউন থেকে সাড়ে ২৫ মেট্টিক টন ও আব্দুর রশীদের গোড়াউন থেকে ৩০ টন এবং ইমরানের দোকান থেকে এক টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। অভিযানে র‌্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের কম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. ইমরান খান এবং এনএসআইয়ের উপপরিচালক(ডিডি) খালিদ হাসানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় এনএসআইয়ের সহকারি পরিচালক মো. হাফিজুর রহমান হাফিজ, রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. সাইফুদ্দিনসহ এনএসআই,নীলফামারী ও র‌্যাব-১৩ এর অন্যান্য সদস্যরা অংশ নেয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে পলিথিন ব্যবসায়ী মো. সাবদার, আব্দুর রশীদ ও ইমরানের এক লাখ টাকা করে তিন লাখ টাকা জরিমানা করা হয়। নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব হাসান ও জায়ইদ ইমরুল মোজাক্কীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উদ্ধারকৃত পলিথিন জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ