প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পপি। এরপর থেকেই খুলনার খালিসপুরের নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। এমনটি গণমাধ্যমে নিজেই জানিয়েছিলেন এই চিত্রতারকা।
তবে করোনায় আক্তান্ত হয়ে কেমন আছেন পপি? এখন এই প্রশ্নটিই পপি ভক্তদের মনে বারবার দানা বাঁধছে। শুক্রবার (২৪ জুলাই) কোভিড-১৯ পজেটিভ হন এই নায়িকা। জানা গেছে, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। পাশাপাশি কমেছে তার শ্বাসকষ্টের তীব্রতা।
বিষয়টি সম্পর্কে গণমাধ্যমে পপি জানিয়েছেন, 'শুরুর দিকে কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। আগের চেয়ে এখন সুস্থ আছি। শ্বাসকষ্টের তীব্রতা কমে যাওয়াতে ঠিকভাবে খেতে পারছি। তবে শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে। এমনকি, পারিবারিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সব নিয়ম মেনে চলার চেষ্টা করছি।'
গেল কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন পপি। পরে সন্দেহজনক মনে হলে কোভিড টেস্ট করান নায়িকা। পরে টেস্ট রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তিনি।
প্রসঙ্গত, দেশজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে রাজধানী ঢাকা ছেড়ে খুলনায় পৈতৃক বাড়িতে চলে যান পপি। প্রায় ৪ মাস ধরে সেখানেই অবস্থান করছেন তিনি। এমনকি, লকডাউনের কারণে অসহায় হয়ে পড়া নিজ গ্রামের মানুষদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। পরে সংক্রমণের প্রভাব বেড়ে গেলে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেন ৪০ বছর বয়সী এই নায়িকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।