Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে আবাসন প্রকল্প উত্তরণের সভাপতি হলেন মেয়র মুজিবুর রহমান

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ৩:৪৪ পিএম

দেশের বৃহত্তম আবাসন প্রকল্প কক্সবাজার উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। শনিবার বিকেলে বায়তুশ শরফ কমপ্লেক্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর মেয়র মুজিবুর রহমান বলেন, আমি নগন্য মানুষ। তারপরও এতো বড় প্রতিষ্ঠানের দায়িত্ব যেহেতু আমার উপর দেয়া হয়েছে সেটির মর্যাদা আমি সম্মানের সাথে রাখতে চেষ্টা করব। সে ক্ষেত্রে সমিতির সকল সদস্যের সহযোগিতা আশা করেন নতুন সভাপতি।পাশাপাশি উত্তরণকে দেশের অন্যতম পরিবেশবান্ধব আবাসন প্রকল্প হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন, মেয়র মুজিবুর রহমান।

এর আগে সমিতির মরহুম সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর কবর জেয়ারত করেন নবনির্বাচিত সভাপতি। এসময় নজরুল ইসলাম চৌধুরীর ছোট ভাই বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক ও পরিষদের সদস্য এম এম সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়া উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির পরিচালনা পরিষদের সহ সভাপতি ফজলুল করিম সিকদার, সাংবাদিক তোফায়েল আহমদ, এস এম নজরুল ইসলাম, মুজিবুর রহমান, এডভোকেট সরওয়ার কামাল, রিদুয়ানুল হক, মৌলানা শফিউল আলম উপস্থিত ছিলেন।

সমিতির পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম বলেন, দেশের প্রধান পর্যটন নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় স্থানে তিলে তিলে গড়ে তোলা হচ্ছে উত্তরণ গৃহায়ণ প্রকল্পটি।
বিশিষ্ট রাজনীতিক নজরুল ইসলাম চৌধুরী কঠোর পরিশ্রম করেও শেষ করতে পারেননি প্রকল্পের কাজ। আমরা আশা করছি এ জনপদের মানুষের স্নেহ ভালোবাসায় আজকের পর্যায়ে উঠে আসা সমাজ গড়ার কারিগর এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এবার উত্তরণ প্রকল্পে সমিতির সভ্যদের বসতি গড়ার কাজে হাত দেবেন।

শিক্ষাবিদ সিরাজুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের একজন সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী উত্তরণের হাল ধরে গড়ে তুলেছেন একটি পরিবেশ বান্ধব গৃহায়ণ আর সেটির সফল সমাপ্তির কাজটি করবেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ