Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে করোনায় নতুন আক্রান্ত আরও ৮৫

একদিনে আক্রান্তের রেকর্ড

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ৭:০৬ পিএম

গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮৫জন। যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৯৪৫জন। তবে সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্তের পরিসংখ্যানে রয়েছে ব্যাপক গরমিল।

শনিবার দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. সঞ্জয় কুমার নাথ বলেন, উপজেলায় নতুন আক্রান্ত হয়েছেন ১৯জন। যার মধ্যে এক আওয়ামীলীগ নেতার পরিবারের ৫জন ও নরোত্তমপুর ইউনিয়নের একটি পরিবারের ৫জন, করমবক্স বাজারের একজন ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে করমবক্স বাজারের ওই ব্যবসায়ীকে ঢাকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪৪জন।

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন জানান, উপজেলায় নতুন করে ২৯জন আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে একজন পুলিশ অফিসার, একজন চিকিৎসক ও তিনজন ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণির পেশার লোকজন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় নতুন আক্রান্ত ৮৫জনের মধ্যে সদরে ২১, সুবর্ণচরে ২, হাতিয়ায় ৫, বেগমগঞ্জে ৮, সোনাইমুড়ীতে ৫, চাটখিলে ৩, সেনবাগে ৭, কবিরহাটে ২২ ও কোম্পানীগঞ্জে ১২জন। জেলায় মোট আক্রান্ত ২৯৪৫জন। যারমধ্যে সদরে ৮৫১, বেগমগঞ্জে ৭৪৯, কবিরহাটে ৩৬১, কোম্পানীগঞ্জে ২২৫, সুবর্ণচরে ২০২, সোনাইমুড়ীতে ১৬০, চাটখিলে ১৫৭, সেনবাগে ১৪২ ও হাতিয়া উপজেলায় ৯৮জন। যাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৯৭৮জন, আইসোলেশনের রয়েছেন ৯০৯ এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের।

পরিসংখ্যান গরমিলের বিষয়ে সিভিল সার্জন বলেন, রিপোর্ট আসার পর অফিসের তিনজন কর্মকর্তা তা চেক করেন। সদরে নতুন আক্রান্ত ২৯ হলেও সিভিল সার্জন অফিস দেখাচ্ছেন ২১ ও কবিরহাটে ১৯জন আক্রান্ত হলেও দেখাচ্ছেন ২২জন এমন প্রশ্নে জবাবে তিনি বলেন পরিসংখ্যানবিদের সাথে কথা বলে বিষয়টি দ্রুত সমাধান করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ