Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শহরের ২নং রেল গেইটে ছিনতাইকারদের ছুরিকাঘাতে ড্রেজার শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ৪:৩৩ পিএম

শহরের ২নং রেল গেইট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুছা নামক এক ড্রেজার শ্রমিক নিহত হয়েছে বলে জানা যায়। আজ(শনিবার) সকালে শহরের ২ নং রেলগেট এলাকার দ্বিগুবাবুর বাজার সংলগ্ন ফকিরটোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মুছা মুন্সীগঞ্জ সদর উপজেলার ভিটি হোগলা গ্রামের আবুল সরকারের ছেলে। সে ড্রেজার শ্রমিক হিসেবে কাজ করতো।
এ ঘটনায় আকাশ ওরফে পাগলা আকাশ নামে একজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুছা সকালে শরীয়তপুর থেকে নারায়ণগঞ্জে আসে। পরে ২ নং রেলগেট এলাকার ফকিরটোলা মসজিদের সামনে আসলে তিনজন ছিনতাইকারী তাকে ধরলে সে মোবাইল ও টাকা বাঁচাতে ধস্তাধস্তি শুরু করে।
এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে সদর জেনারেল হাসপাতালে নেয়া হলে সে মারা যায়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তারেক পারভেজ জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে আমরা একজনকে আটক করেছি। বাকি ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ