Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা’ নিহত

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ৩:৪৭ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছন, যাকে মাদক বিক্রেতা বলছে পুলিশ।
উপজেলার ডাংমড়কা সেন্টারমোড় এলাকায় একটি ইটভাটার কাছে শুক্রবার রাত ১টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানান।

নিহত কুদরত আলী মণ্ডল (৫০) উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সীগঞ্জ গ্রামের নিয়ামত আলী মণ্ডলের ছেলে।

পুলিশ বলছে, ‘চিহ্নিত মাদক বিক্রেতা’ কুদরতের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে অন্তত ৬টি মামলা রয়েছে।

ওসি বলেন, গোপনে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে ঘটনাস্থলে আবুল কালাম আজাদের ইটভাটায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে কুদরতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তুল, গুলি, ও ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধারের কথা জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ