Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় নতুন করে আরো ৩৪ জনের করোনা শনাক্ত জেলায় এখন পর্যন্ত ১৩২৭ জন পজেটিভ, মৃত্যু ২৯

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ১১:০৪ এএম

কুষ্টিয়া জেলায় নতুন করে আরো ৩৪ জনের করোনা পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১৩২৭ জন কোভিড রোগী শনাক্ত হল। গতকাল পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ২৯ জনের। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকাল শুক্রবার কোভিড ১৯ আপডেটে জানানো হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার কুষ্টিয়ার ১৯৪ টি নমুনা ছিল। এতে জেলায় নতুন করে ৩৪ জনকে করোনা পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া সদরের ৩টি ও দৌলতপুরের ১ টি মোট ৪টি নমুনার ফলাফল ফলোআপ পজিটিভ। নতুন আক্রান্তের মধ্যে দৌলতপুরে ১ জন, ভেড়ামারায় ২ জন, মিরপুরে ২ জন, সদরে ২৭ জন, খোকসায় ২ জন । নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২৩ জন, মহিলা ১১ জন। কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১৩২৭ জন কোভিড রোগী সনাক্ত হল (বহিরাগত বাদে)। উপজেলা ভিত্তিক রোগী শনাক্তের মধ্যে দৌলতপুর ১৫৭, ভেড়ামারা ১০৪, মিরপুর ৭০, সদর ৭৬১, কুমারখালী ১৯১, খোকসা ৪৪ জন। এর মধ্যে পুরুষ রোগী ৯৬০ জন, নারী ৩৬৭ জন। সুস্থ হয়েছেন মোট ৮৪৯ জন (দৌলতপুর ১০৩, ভেড়ামারা ৯০, মিরপুর ৪৭, সদর ৪৯৪, কুমারখালী ৯১, খোকসা ২৪)। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৪০৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৪০ জন। মৃত – ২৯ জন (দৌলতপুর-২, ভেড়ামারা-১, কুষ্টিয়া সদর-২১, কুমারখালী -৪, খোকসা-১)। খোকসার থানাপাড়ায় ৭৭ বছর বয়স্ক একজন পুরুষ রোগী মৃত্যুবরণ করেন। মৃত পুরুষ ২৫জন, মহিলা ৪ জন। কুষ্টিয়া জেলায় এ পর্যন্ত সন্দেহ জনক রোগীর নমুনা প্রেরন ৯১০২টি, ল্যাব রিপোর্ট প্রাপ্তি ৮৬৫৪ টি, ১৩২৭ টি পজিটিভ এবং ৭৩২৭ টি নেগেটিভ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ