পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরার ভেলুয়ারচর এলাকার সুলতান মিয়ার ছেলে ইব্রাহিম খলিল (৪৬) ও ভোলার চরফ্যাশনের বক্কারপুরের ওয়াদুদ মাতাব্বারের ছেলে ওমর ফারুক (৩৫)। তারা দুজনই টঙ্গির দত্তপাড়ায় থাকতেন।
গতকাল র্যাব-১ সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দিয়াবাড়ি এলাকায় বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, তিনটি মোবাইল ও মোটরসাইকেল জব্দ করা হয়।
নিহতদের মধ্যে ইব্রাহিম ছিলেন মাদকের ডিলার। তার সহযোগী ছিলেন ওমর ফারুক। এছাড়াও ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় খলিলের বিরুদ্ধে ১৫টি এবং ওমর ফারুকের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।