পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাইরের থেকে ঘর্রে মধ্যেই পরিবারের সদস্যদের মাধ্যমে করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার আশঙ্কা বেশি। নতুন এক গবেষণা থেকে এই তথ্য জানা গেছে। আসন্ন শীতকালে করোনার দ্বিতীয় সংক্রমণ দেখা দিতে পারে এমন আশঙ্কার মধ্যেই এই তথ্য সামনে আসল।
৬৫ হাজার মানুষের উপর পরিচালিত এক গবেষণায় ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে, মাত্র ২ শতাংশ মানুষ বাইরের লোকের মাধ্যমে কোভিড-১৯ এ সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, ঘরের মধ্যেই পরিবারের সদস্যদের মাধ্যমে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১২ শতাংশ মানুষ। সমীক্ষায় দেখা গেছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে ৫ হাজার ৭০৬ জন রোগীর সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫৯ হাজারেরও বেশি মানুষ।
গবেষণায় দেখা গেছে, পরিবারের মধ্যে করোনায় আক্রান্ত প্রথম সদস্য কিশোর কিংবা ৬০ থেকে ৭০ বছর বয়সী হলে সেই পরিবারের বাকি সদস্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ, করোনায় আক্রান্ত সবচেয়ে তরুণ কিংবা বয়স্ক সদস্যরাই পরিবারের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে গবেষক দলের অন্যতম সদস্য এবং কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (কেসিডিসি) পরিচালক জিয়ং ইউন-কায়ং বলেন, ‘পরিবারের এই ধরণের সদস্যদের জন্য সুরক্ষা বা সহায়তার প্রয়োজন বেশি হয়। সম্ভবত এ কারণেই তাদের মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।’ গবেষণায় দেখা গেছে, প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুদের মাধ্যমে সংক্রমণ কম হয়।
শীতকালে নতুন করে করোনা সংক্রমণ শুরু হতে পারে এমন আশঙ্কার মধ্যেই এই গবেষণার ফল প্রকাশিত হলো। মঙ্গলবার কমন্স হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সিলেক্ট কমিটির সাথে বৈঠকে ব্রিটেনের চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটি বলেন, ‘শীতের মাসগুলিতে ভাইরাসের সম্ভাব্য পুনরুত্থান একটি ‘গুরুতর উদ্বেগ’। কারণ, প্রয়োজন অনুযায়ী যথেষ্ট পরীক্ষা করার মতো সক্ষমতা যুক্তরাজ্যের নেই।’ সূত্র : সিটি এএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।