Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও জনদুর্ভোগ চরমে

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১০:৪৮ এএম

গত ২৪ ঘন্টায় শেরপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু পানিবন্দি হাজার হাজার মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। টানা বর্ষনের কারণে দুর্ভোগ আরো বেড়েছে। গত ২৪ঘন্টায় শেরপুর জেলায় গড় ৮৬.৪ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী বৃষ্টি হয়েছে ঝিনাইগাতী উপজেলায় ১শ ৩২ মি.মি.। যা এ মওসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত।
জেলায় পানি কমতে শুরু করলেও এখনও চালু হয়নি উত্তারাঞ্চলের সাথে শেরপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থা। গত এক সপ্তাহ যাবৎ বন্ধ রয়েছে এ সড়কে যানচলাচল।
এখনও পানি বন্দি অধিকাংশ এলাকায় ত্রাণ পৌছেনি। বিভিন্ন সড়কের উপরে পানি থাকায় জনসাধারণকে চলাচলে অবর্ণনীয় দূর্ভোগে পোহাদে হচ্ছে। বন্যায় জেলায় এ পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে।
গো খাদ্যের অভাব দেখা দিয়েছে বন্যা দুর্গত এলাকায়। এ পর্যন্ত বন্যার্তদের জন্য ৮৫ মেট্রিক টন খয়রাতি চাল ও ১ লাখ ৩০ হাজার টাকা বরাদ্ধ প্রদান করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রানের জন্য ৭শ মেট্রিকটন চাল ও ১০ লক্ষ টাকা চেয়ে ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ে চাহিদা পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা পরিস্থিতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ