Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় মাছ বিক্রেতা নিহত

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় কানাইচন্দ্র বর্মণ (৩৭) নামে এক মাছ বিক্রেতার মৃত্যু হয়েছে। এ সময় আরো তিন জন আহত হয়েছে।
নিহত মাছ বিক্রেতা উপজেলার কাঞ্চন কেন্দুয়া জেলেপাড়ার নিতাইচন্দ্র বর্মণের ছেলে।
মঙ্গলবার সকাল পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, কানাইচন্দ্র সিএনজিচালিত অটোরিকশায় করে অন্য তিনজনসহ কাঞ্চন থেকে ভুলতা যাচ্ছিলেন।
মায়েরবাড়ি এলাকায় গাজীপুরমুখী একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে কানাইচন্দ্র ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ ও আশপাশের হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি ইসমাইল।ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ