বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের মহেশখালে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। খাল থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
বুধবার সকালে ও মঙ্গলবার রাতে হালিশহর ইসলামিয়া ব্রিক ফিল্ড এলাকা সংলগ্ন মহেশখাল থেকে লাশ দুটি উদ্ধার করার কথা জানান আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার জাহেদ চৌধুরী। দুই কিশোরী হলো মুন্নি আক্তার (১৪) ও ঝুমা আক্তার (১৭)।
মুন্নি বরগুনা জেলার বেতাগী উপজেলার চিকনবুনিয়া গ্রামের মোহাম্মদ ইউসুফের মেয়ে। ঝুমা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মোহাম্মদ জামালের মেয়ে। দুইজনই ইসলামিয়া ব্রিকফিল্ড সংলগ্ন কলোনির বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে ব্রিক ফিল্ড সংলগ্ন মহেশখালের সাইড দেয়ালের ওপর দুই কিশোরী হেঁটে যাওয়ার সময় খালে পড়ে নিখোঁজ হয়। মঙ্গলবার সারাদিন বৃষ্টি ও জোয়ারের পানির কারণে দেয়াল ও খালের পানির উচ্চতা একই হয়ে যাওয়ায় তারা বুঝতে না পেরে খালে পড়ে যায়। পানি বেশি থাকায় তারা তলিয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে রাত ৮টায় মুন্নির লাশ উদ্ধার করা হয়।
বুধবার সকাল সোয়া ছয়টার দিকে আবারও ফায়িার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে ঝুমা আক্তারের লাশ উদ্ধার করে। নিহত দুই কিশোরীর বাড়িতে শোকের মাতম চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।