বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আইন, বিচার ও সংসদ বিষয়ক বিভাগের লেজিসলেটিভ বিভাগের সচিব জনাব নরেন দাসের সৎকার সম্পূর্ণ হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে তার সৎকার করা হয় সোনারগাঁও উপজেলার নয়াপুরের নিজ বাড়িতে। তার মেয়ে মাধুরিকা দাশ পিয়াল মুখাগ্নি করার মাধ্যমে শেষ কৃত্যানুষ্ঠান শুরু হয়।
নিহত সচিবের সহোদর ভাই ধীরেন দাস জানান, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে তিনি করোনা উপসর্গ নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার কোয়ান্টাম ফাউন্ডেশন ও টিম সাদিপুর ভিএস কোভিড-১৯ এর কর্মীদের সার্বিক সহায়তায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নয়াপুরে তার সৎকার সম্পূর্ণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আইন মন্ত্রণালয়ের কর্মকতা ও কর্মচারীবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম, সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক, বন্দর থানা পূজা উদযাপন পরিষদ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি শিশির ঘোষ অমর, নয়াপুর মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু সুদর্শন সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
টিম সাদিপুর VS কভিড-১৯ এর যেসব সদস্যরা উপস্থিত ছিলেন, আমির হোসেন, রিয়াদ, রুহুল আমিন, মাসুদ, জুনায়েদ, নাফিজ এবং আলামিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।