Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যে কারণে ‘মান্নত’ প্লাস্টিকে মুড়ে ফেললেন শাহরুখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ৩:৩৩ পিএম

বলিউড সুপারস্টার শাহরুখ খান। নানা কারণেই সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। সম্প্রতি তার পুরো বাংলো ‘মান্নত’ প্লাস্টিকে মুড়ে ফেলেছেন। তাই অন্তর্জালে শুরু হয়েছে আলোচনা। সেসময় এর কারণ হিসেবে জানা গিয়েছিল, বাদশা তার পুরো পরিবারকে করোনা থেকে বাঁচাতে এমনটি করেছেন!

কিন্তু পরিবারকে করোনা থেকে বাঁচাতে নয়, বরং বর্ষাকালের জন্যই ‘মান্নত’ প্লাস্টিকে মুড়ে ফেলেছেন কিং খান। শুধু এবারই নয়, মান্নতের সৌন্দর্য্য রক্ষায় প্রতি বছর একই কাজ করেন তিনি। ভারতীয় গণমাধ্যম এমনটিই দাবি করেছে।

এদিকে লকডাউনের শুরু থেকেই মুম্বাইয়ের মান্নতে রয়েছেন বাদশা। সেখানে তার সঙ্গে আছেন স্ত্রী গৌরি খান ও তিন সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রাম খান। পরিবারের সদস্যরা যাতে কোভিড-১৯ এ আক্রান্ত না হন। সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন তিনি।

মুম্বাই ছাড়াও আলিবাগ ও দুবাইয়ে 'জান্নাত' নামের আরও দুটি বাংলো রয়েছে এই অভিনেতার।

বি-টাউনে জোর গুঞ্জন, পরিস্থিতি স্বাভাবিক হলেই রাজকুমার হিরানির পরিচালনায় দীর্ঘদিন পর আবারও অভিনয়ে ফিরবেন শাহরুখ খান। এতে কানাডার এক অভিবাসী শ্রমিকের চরিত্রে দেখা যাবে তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ