Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরেও কন্ট্রাক্ট ট্রেসিংয়ের চিন্তা

কক্সবাজারে সফলতা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:০০ এএম

কক্সবাজারে কন্ট্রাক্ট ট্রেসিং পদ্ধতিতে করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যাপক সফলতা আসায় চাঁদপুরেও এ পদ্ধতি অনুসরণ করার চিন্তা ভাবনা করা হচ্ছে। চাঁদপুরের এমপি শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি আইইডিসিআর কর্তৃপক্ষের কাছে এ আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা যায়।
আইইডিসিআর-এর বরাত দিয়ে কক্সবাজার মেডিক্যাল কলেজের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, রাজশাহী স্বাস্থ্য বিভাগ থেকেও কক্সবাজারের কন্ট্রাক্ট ট্রেসিং পদ্ধতির প্রক্রিয়া ও সাফল্য সম্পর্কে ধারণা নেয়া হয়েছে।
কক্সবাজারের বিভিন্ন উপজেলায় করোনা রোগীর সফলতা নিয়ে আইইডিসিআর পৃথক ২টি ম্যাপ করে। তাতে দেখা যায়, কক্সবাজারে আগে যে পরিমাণ করোনা রোগী ছিল, কন্ট্রাক্ট ট্রেসিংয়ের পরে অনেক রোগীর সংখ্যা কমে গেছে।
এ ব্যাপারে ডা. শাহজাহান নাজির বলেন, কক্সবাজারে শুধু কন্ট্রাক্ট ট্রেসিং করা হচ্ছে না, সাথে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট এবং নতুন রোগী ট্রেকিং ও টেস্টিং করে ট্রিটমেন্ট এর আওতায় আনা হচ্ছে। সাথে অসহায়, দুস্থ রোগীদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদাও মেটানো হচ্ছে। তাই সমন্বিত এ পদ্ধতি শুধু কন্ট্রাক্ট ট্রেসিং না, এটা কন্ট্রাক্ট ট্রেসিং প্লাস। ডা. শাহজাহান নাজির এজন্য স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানান। তার মতে, উদ্বেগের বিষয় হলো- কক্সবাজার পৌরসভায় করোনা সংক্রমণ কমলেও উখিয়া এবং টেকনাফ উপজেলায় এখনো বাড়ছে। গত সোমবার কক্সবাজার সদরে যে ৯ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। তারমধ্যে কক্সবাজার পৌরসভার ৬ জন, এনজিও কর্মী ২ জন ও ঈদগাহতে ১ জন। কক্সবাজার পৌরসভার পজেটিভ পাওয়া ৬ জনের মধ্যে ৩ জন কন্ট্রাক্ট ট্রেসিং থেকে সুস্থ হয় বলে জানান, কক্সবাজার মেডিক্যাল কলেজের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ