Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালথায় পাটের মূল্য কম হতাশ কৃষকরা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:০০ এএম

ফরিদপুরের সালথায় এ বছরে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাট উৎপাদনে কৃষকদের খরচ হয়েছে অনেক বেশি। আগের বছরের চেয়ে ফলনও কম। পাটের মূল্য কম থাকায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা।
ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের পাটচাষি শান্তি সরকার বলেন, এ বছরে পাট উৎপাদনে বীজ, সার, ওষুধ, সেচ, পাট নিরানী, পাটকাটা ও পাটের আঁশ ছাড়ানো নিয়ে মোট ব্যয় হয়েছে বিঘাপ্রতি ২০ হাজার থেকে ২১ হাজার টাকা। বিঘাপ্রতি পাটের ফলন হয়েছে ৯-১০ মন। প্রতিমন বাজারমূল্য পাচ্ছি ২ হাজার থেকে ২২শ’ টাকা। হিসেব করে দেখা যায় এবার পাটে লাভ হচ্ছে না।
গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের পাটচাষি হাতেম মোল্যা জানান, গত বছরের চেয়ে এ বছর পাটের ফলন কম। বিঘাপ্রতি ৭ মন থেকে ৯ মন পাট উৎপাদন হয়েছে। প্রতি মনের দাম পাচ্ছি ২১শ’ টাকা থেকে ২২শ’ টাকা। পাটের যে খরচ তাতে আমাদের লোকসান হবে।
উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী বলেন, এবার ভারি বৃষ্টি ও বন্যার পানির জন্য উপযোগি সময়ের আগেই পাটকাটা শুরু করে চাষিরা। যার কারণে ফলন আগের তুলনায় কম হয়েছে। পাটের মূল্য আরেকটু বেশি হলে পাটচাষিরা পুষিয়ে নিতে পারতো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ