Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ৫ লাখ টাকার অবৈধ গামার কাঠসহ কাভার্ডভ্যান আটক

কুমিল্লা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ৮:০৩ পিএম

কুমিল্লায় ৫লাখ টাকা মূল্যের অবৈধ গামার কাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক করেছে কুমিল্লা সামাজিক বন বিভাগ। এ সময় অবৈধ কাঠ বোঝাই কাভার্ডভ্যান রেখে পালিয়েছে চালক ও তার সহযোগী। মঙ্গলবার (২১ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনাইতরী এলাকা থেকে অবৈধ গামার কাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক করা হয়।
কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মাদ নূরুল করিম জানান যে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সুয়াগাজি ফরেস্ট চেক স্টেশনে ঢাকা অভিমুখী কাভার্ডভ্যান নং ঢাকা মেট্রো ট-২২-১১০২ থামার জন্য সংকেত দিলে চালক দ্রুত গতিতে পালাতে চেষ্টা করে। পরবর্তীতে অন্য একটি গাড়ী দিয়ে কাভার্ডভ্যানটিকে ধাওয়া করলে সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকায় গিয়ে চালক ও তার সহযোগী অবৈধ কাঠ বোঝাই কাভার্ডভ্যান মহাসড়কে রেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যনের ভিতর থেকে প্রায় ৫ লাখ টাকার অবৈধ গামার কাঠ জব্দ করা হয়। কাঠে বন বিভাগের কোন প্রকার হাতুড়ি চিহ্ন না থাকায় বুঝা যাচ্ছে যে, কাঠগুলো অবৈধভাবে পাচার করা হচ্ছে। এ ছাড়া গাড়ীতে কাঠের বৈধতার স্বপক্ষে কোনপ্রকার কাগজপত্র পাওয়া যায়নি।
বিভাগীয় বন কর্মকর্তা বলেন কাভার্ডভ্যান দিয়ে অবৈধভাবে কাঠ পাচারের ঘটনায় কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতে (বন আদালত) একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মোঃ তোষাররফ হোসেন, ফরেস্টার দিলীপ কুমার দাস, বন প্রহরী জনাব এম এ মান্নান, মোঃ জুলফু মিয়া এবং মোঃ আবুল হোসাইন অংশগ্রহণ করেন। ফরেস্ট রেঞ্জার মোঃ তোষাররফ হোসেন দৈনিক ইনকিলাবকে বলেন, মহাসড়কে অবৈধ কাঠ পাচার বন্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ