Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার ভূয়া সনদ ব্যবসায়ী সেই ডাক্তারের মেডিনোভা কানেকশন খোঁজে চলছে সিলেটে তদন্ত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ৫:২৩ পিএম

করোনার ভূয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে চিকিৎসক শাহ আলম সাগরকে ১ লাখ টাকা জরিমানা ও ৪ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে, এই ঘটনার সাথে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের কোন সম্পৃক্ততা আছে কি-না সেটি খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা। এছাড়া বিষয়টি আলোচনায় আসার পর নগরীতে এধরনের আর কোনো ঘটনা ঘটেছে কি-না সেটিও করা হচ্ছে তদারকি। তবে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের মহাব্যবস্থাপক এম এ মতিন মাসুক জানান, ডা. শাহ আলম সাগর মেডিনোভার নিয়োগপ্রাপ্ত কেউ নন। তিনি শুধু সেখানের চেম্বার ব্যবহার করতেন এবং দেখতেন রোগী। তবে এখন মেডিনোভা সিদ্ধান্ত নিয়েছে সিলেট শুধু নয়, দেশের কোথাও মেডিনোভার কোন শাখায় বসতে পারবেন না তিনি। থানায় একটি জিডিও করা হয়েছে এসব বিষয়ে তার বিরুদ্ধে। গত শুক্রবার নিজ বাসা থেকে র‌্যাবের হাতে আটক হন ডা. শাহ আলম সাগর। পরে তাকে নিয়ে অভিযান চালানো হয় তার চেম্বার নগরীর কাজলশাহ এলাকার মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে। চেম্বারে গিয়ে তার জালিয়াতির বিভিন্ন প্রমাণ পায় প্রশাসন এবং নিজেও অভিযোগ স্বীকার করেন তিনি। এর ভিত্তিতে জরিমানা ও কারাদন্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম বলেন, এ ঘটনার পর এসব বিষয়ে নজরধারী রাখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ