বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল, পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে একদিনের ব্যবধানেই দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটল। মঙ্গলবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় নুতন ১০৩ জন সহ আক্রান্তের সংখ্যা দক্ষিণাঞ্চলে ৫ হাজার ছুতে চলেছে। তবে নতুন কোন মৃত্যুর খবর নেই। যা আগের দিন ছিল ৮৯। এ নিয়ে দক্ষিণাঞ্চলে মোট আক্রান্তের সংখ্যাটা দাড়িয়েছে ৪ হাজার ৯৯৩। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৭ জনের। এরমধ্যে চলতি মাসের ২১ দিনেই আক্রান্ত দু’হাজারের কাছে, ১ হাজার ৯৯৩। ২১ দিনে মৃত্যু হয়েছে ৩৫ জনের। তবে গতকাল নুতন ১শ জন সহ মোট সুস্থ্য হয়েছেন ২ হাজার ৫০৯ জন।
মঙ্গলবার প্রাপ্ত হিসেব অনুযায়ী বারিশালে আক্রান্তের সংখ্যা আগের দিনের ১৮ থেকে বেড়ে ৪৩ হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ২ হাজার ১৬৭। মৃত্যু হয়েছে ৩৭ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ১০৮জন। পটুয়াখালীতেও আগের দিনের ১১ থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪। জেলাটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত এবং মৃতের সংখ্যা যথাক্রমে ৮৯৩ ও ২৫। মোট সুস্থ্য হয়েছেন ৪৩৭ জন। ভোলাতেও আক্রান্তের সংখ্যা ১২ থেকে ১৫’তে উন্নীত হয়েছে। জেলাটিতে মোট আক্রান্ত ৪৬১। মৃত্যু হয়েছে এ পর্যন্ত ৫ জনের। তবে গতকাল নতুন করে কেউ সুস্থ না হলেও মোট সংখ্যাটা ৩১৮। পিরোজপুরেও আক্রান্তের সংখ্যা আগের দিনের ১২ থেকে গতকাল ২০’তে উন্নীত হয়েছে। এজেলাতেও মোট আক্রান্ত হয়েছেন ৫২৭জন। মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়েছেন ২৫৮ জন।
তবে বরগুনাতে আক্রান্তের সংখ্যা আগের দিনের ২৫ থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ১ জনেই সীমাবদ্ধ ছিল। জেলাটিতে এ পর্যন্ত ৫১২ জন আক্রান্ত হলেও মারা গেছেন ১০ জন। আর সুস্থ হয়েছেন ২৬৭ জন। ঝালকাঠীতে মঙ্গলবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় নতুন কোন আক্রান্তের খবর ছিলনা স্বাস্থ্য বিভাগের কাছে। আগের দিন সংখ্যাটা ছিল ১৬। জেলাটিতে এ পর্যন্ত মোট ৪০৩ জন আক্রান্তের বিপরিতে মারা গেছেন ১২ জন। এ জেলায়ও মোট সুস্থ হয়েছেন ২৬৭ জন।
এদিকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নানা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায়। এসময়ে ওয়ার্ডটিতে নতুন করে ১৩ জনকে ভর্তি করা হলেও ছাড়পত্র পেয়ছেন ২৪ জন। করোনা ওয়ার্ডে নতুন কোন রোগী ভর্তি না হলেও ছাড়পত্র পেয়েছেন ৪ জন। হাসপাতালটিরে এদুটি ওয়ার্ডে মঙ্গলবার সকাল পর্যন্ত ৮৫ জন চিকিৎসাধীন ছিল। যার মধ্যে করোনা ওয়ার্ডেই রোগী ছিল ৪৩ জন। এ পর্যন্ত হাসপাতালটির এ দুটি ওয়ার্ডে ১ হাজার ৪৫ জনকে ভর্তি করা হলেও ছাড়া পেয়েছেন ৮১০ জন। আর হাসপাতালটির এ দুটি ওয়ার্ড থেকে মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন ১৫০জন। গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ১১ জনের নমুনা পরিক্ষায় ৪ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।