Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে পদ্মা নদীর পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ৪:০৩ পিএম

গত ২৪ঘণ্টায় ফরিদপুরে পদ্মা নদীর পানি ২ সেন্টিমিটার কমে এখন তা বিপদ সীমার ১০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টানা কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে ফরিদপুর সদর উপজেলা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার ৩০টি ইউনিয়নের শাতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পরেছে। এসব এলাকায় পানির নিচে তলিয়ে গেছে ২৫টির অধিক স্কুল ও মাদ্রাসা। পাশাপাশি রাস্তাঘাট, হাটবাজারও তলিয়ে গেছে।
এছাড়া সদর উপজেলার চরমাধবদিয়া, ডিক্রিরচর, নর্থ চ্যানেল, আলীয়াবাদ ইউনিয়নের মানুষেরা সবচেয়ে বেশি দূর্বিসহ জীবন যাপন করছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও গো খাদ্যের তীব্র শংকট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ