Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘনার পানি বাড়ছে : ভাঙ্গন থেমে নেই

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ৩:৫৮ পিএম

দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি ও ভারতের ছেড়ে দেয়া পানিতে চাঁদপুরের পদ্মা-মেঘনায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে গ্রাম অঞ্চল ছাড়াও শহরতলির রাস্তাঘাট প্লাবিত হয়েছে। শহরের বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পদ্মা-মেঘনায় ঘূর্ণয় স্রোত বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার রাজ রাজেশ্বর ও হাইমচর উপজেলার নীলকমল ও মধ্যচরে ভাঙ্গন অব্যাহত রয়েছে। ভিটেমাটি হারিয়ে সহায়-সম্বল নিয়ে অনেক অসহায় পরিবার অজানার মুখে পাড়ি জমিয়েছে।

তবে বিপদসীমা অতিক্রম করেনি বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়। সোমবার ও মঙ্গলবার বিকেলে জোয়ারে মেঘনার পানি বৃদ্ধি পেলে চাঁদপুর শহরের পুরাণবাজার ব্যবসায়িক কেন্দ্রের নদীর পাড়ের অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ