Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈশ্বরদীতে সহকারি কমিশনার ও দু’জন পিএসআই সহ আরও ৯ জন করোনা আক্রান্ত

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ৩:৫৪ পিএম

ঈশ্বরদীতে আরও ৯ জন করোনা আক্রান্ত হয়েছে। এ'নিয়ে এখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ শতাধিক। এর মধ্যে ঈশ্বরদী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মাধ্যমে সংগ্রহকৃত নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে ১৩১ জনের। অন্যগুলো রূপুপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প ও ব্যক্তিগতভাবে নমুনা পরীক্ষা করিয়ে তাদের ফলাফল পজেটিভ এসেছে। আজ ২১ জুলাই মঙ্গলবার ঈশ্বরদী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মাধ্যমে ঢাকা এবং রাজশাহী ল্যাব থেকে পেরিত যে ৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে তাদের মধ্যে ঈশ্বরদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও র্নিবাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল,ঈশ্বরদী থানার পিএসআই জুলহাজ উদ্দিন, পিএসআই শাফিজুল করিমসহ রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক কর্মচারী ও বিভিন্নস্তরের মানুষ রয়েছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ এফ এ আসমা খান জানান, এপর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মাধ্যমে মোট ২ হাজার ১ শ ৬০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা, রাজশাহী ও বগুড়া ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এর মধ্যে ১ হাজার
৮ শ ৪৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।এপর্যন্ত ঈশ্বরদীতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে ৫ জন। করোনা উপসর্গ নিয়ে মারাগেছে ৬ জন। ঢাকা নারায়নগঞ্জ ও গাজীপুরসহ করোনা সংক্রমিত এলাকার মানুষের ব্যাপক বিচরন ও স্বাস্থ্য বিধি না মানার কারনে ঈশ্বরদীতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ