Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে বৈশাখী টেলিভিশনে ১৪ সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ১১:৫০ এএম

বৈশাখী টেলিভিশনে ঈদের ৭দিনের আয়োজনে প্রচার হবে ১৪টি বাংলা সিনেমা। প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে এবং রাত ১২টায় প্রচার হবে এসব সিনেমা। ঈদের দিন দুপুরে রয়েছে ‘বস নাম্বার ওয়ান’। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, নিপুন, মিশা সওদাগর প্রমুখ। রাত ১২টায় রয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাস্তানের উপর মাস্তান’। অভিনয়ে: মান্না, পূর্ণিমা, শাহীন আলম, ময়ূরী, কাবিলা, নাসরিন, নাসির খান, রাজীব, মিশা প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন দুপুরে রয়েছে এ কে সোহেল পরিচালিত ‘খায়রুন সুন্দরী’। অভিনয়ে ফেরদৌস, মৌসুমী, এটিএম শামসুজ্জামান প্রমুখ। রাতের সিনেমা ‘প্রেম সংঘাত’। মনোয়ার খোকনের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর, শাহনূর, ড্যানি সিডাক, খালেদা আক্তার কল্পনা, কাবিলা, মিজু আহমেদ প্রমুখ। ঈদের ৩য় দিন দুপুরে থাকছে এফ আই মানিকের পরিচালনায় ‘আমার স্বপ্ন আমার সংসার’। অভিনয়ে আমিন খান, পূর্ণিমা, ডিপজল, রেসি, কাজী হায়াৎ প্রমুখ। রাতে প্রচার হবে মালেক আফসারী পরিচালিত ‘মরণ কামড়’। অভিনয়ে মান্না, মুনমুন, আমিন খান, ময়ূরী, নাসরিন, দিলদার, সাদেক বাচ্চু প্রমুখ। ঈদের ৪র্থ দিন দুপুরে দেখানো হবে ‘পুড়ে যায় মন’। সায়মন সাদিক, পরীমনি, আলীরাজ, মিজু আহমেদ প্রমুখ অভিনীত ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। রাতে প্রচার হবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘স্বামীর সংসার’। অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস, ববিতা, সোহেল রানা, মিশা প্রমুখ। ঈদের ৫ম দিন দুপুরে রয়েছে ‘রঙিন রসের বাঈদানী’। শাকিব খান, শাবনূর, আরবাজ খান, এশা, সাত্তার, জাভেদ, কেয়া চৌধুরী, মিজু আহমেদ প্রমুখ অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন আজাদী হাসনাত ফিরোজ। রাতে প্রচার হবে শাহীন সুমন পরিচালিত ‘জমিদার’। অভিনয়ে: রিয়াজ, পূর্ণিমা, রুবেল, সিমলা, ডিপজল, খালেদা আক্তার কল্পনা, মিশা সওদাগর প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন দুপুরে প্রচার হবে ছটকু আহমেদ পরিচালিত ‘সত্যের মৃত্যু নেই’। অভিনয়ে- আলমগীর, শাবানা, সালমান শাহ, শাহনাজ প্রমুখ। রাতের সিনেমা ‘রিকসাওয়ালার ছেলে’। ডিপজল, রেসি, আলেকজান্ডার বো, রুমানা, সম্রাট, শাকিবা, জায়েদ খান, রাজ্জাক, দিঘী প্রমুখ অভিনীত ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। ঈদের ৭ম দিন দুপুরে প্রচার হবে ‘মনের মাঝে তুমি’। মতিউর রহমান পানু পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, যিশু, বিপ্লব চ্যাটার্জী প্রমুখ। রাতে প্রচার হবে রাজু চৌধুরীর পরিচালনায় ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’। অভিনয়ে ববি, বাপ্পী চৌধুরী, শ্রাবন, সাথী, আফজাল শরীফ, রেবেকা, সোহেল খান, রীনা খান, গাঙ্গুয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ