Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে ফাগুন অডিও ভিশনের পাঁচফোড়ন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ১১:৪৯ এএম

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে এটিএন বাংলায়। প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারী আয়োজন নিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে বর্তমানের বৈশি^ক দুর্যোগ করোনার কারণে নিজ নিজ বাসায় থাকা দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ফোনালাপের মাধ্যমে। ঈদ উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নে করোনা সম্পর্কে নানা সচেতনতামূলক আলোচনা, বিভিন্ন মতামত ও করণীয় এবং কোরবানির ঈদকে নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। আর আলোচনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রির্পোটিং। এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। একে গান থাকছে তিনটি। করোনার কারণে অনেকদিন গ্রামে যেতে না পারার আকুতি নিয়ে আসিফ ইকবালের কথায় শিল্পী নকীব খান চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গেয়েছেন একটি হৃদয়স্পর্ষী গান। গানটির সুরও করেছেন নকীব খান। সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। ধ্রুবতারা ব্যান্ড পরিবেশন করেছে আরেকটি গান। গানটির কথা লিখেছেন রঞ্জু রেজা, সুর করেছেন এস আই টুটুল। গানটি মানিকগঞ্জে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে ধারণ করা হয়। এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কণা গেয়েছেন একটি গান। গানটির সঙ্গীতায়োজন করেছেন মাহমুদ সানী, কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। ফাগুন অডিও ভিশনের ঢাকাস্থ নিজস্ব শ্যুটিং স্পটে গানটি ধারণ করা হয়। প্রতিভাহীন মানুষকে সাধারণত আমরা গরু বলে গালি দেই। কিন্তু গরু-ছাগল কি আসলেই প্রতিভাহীন? দেশ-বিদেশের কিছু গরু-ছাগলের নানামুখী প্রতিভা এবং গরুর অতীত ও বর্তমান কর্মকা-ের উপর থাকছে দু’টি ভিন্নধর্মী প্রতিবেদন। পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়ে পাঁচফোড়নে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ থাকে। এবারও কোরবানী ঈদ ও করোনা সচেতনতার উপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছে। পাঁচফোড়ন নির্মান করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের ৩য় দিন রাত ১০:৩০ মিনিটে প্রচার হবে। পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ