Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে ব্রহ্মপুত্রসহ সবকটি নদের পানি বৃদ্ধি অব্যহত

পানি বন্দি মানুষ ও গৃহপালিত পশুর নানা দুর্ভোগ

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ১০:২৫ এএম

শেরপুরে বৃষ্টিপাত টানা বর্ষন ও ওজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানির কারণে গত ২৪ ঘন্টায় জেলার নদনদীগুলোর পানি বৃদ্ধি অব্যহত আছে। ব্রক্ষপুত্র, চেল্লাখালী ও দশানী নদীর বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানি বন্দি হাজার হাজার মানুষের দুর্ভোগ বেড়েছে। দেখা দিয়েছে ত্রান স্বল্পতা।
গরু-ছাগলের সমস্যা আরো প্রকট হয়ে ওঠেছে। গো খাদ্যের অভাব দেখা দিয়েছে বন্যা দুর্গত এলাকায়।
বন্যার্তদের জন্য ৮৫ মেট্রিক টন খয়রাতি চাল ও ১ লাখ ৩০ হাজার টাকা বরাদ্ধ প্রদান করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়ারদোকান ও শিমুলতলীর দুটি কজওয়েতে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় গত ৫দিন ধরে শেরপুরের সাথে যমুনা সারকারখানাসহ উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এছাড়াও বিভিন্ন কাচা-পাকা সড়কে পানি উঠায় দূর্ভোগে পড়েছে মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা পরিস্থিতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ