Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ৫৭

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ১২:০০ এএম

হাসপাতালে নেওয়ার পথে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন। ৮০বছর বয়সী হাবিব উল্যা সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের মগুয়া গ্রামের বাসিন্দা। এনিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৭ দাঁড়াল। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২২জন।

বিষয়টি নিশ্চিত করেছেন, সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. নির্ণয় কুমার।

তিনি বলেন, গত ১৩ জুলাই সোমবার জ¦র, শ্বাসকষ্ট ও গলা ব্যাথা নিয়ে মগুয়া গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ সেনবাগ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাকে চিকিৎসা সেবা দিয়ে তার নমুনা সংগ্রহ করার পর তিনি বাড়ি চলে যান। গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। রাত ১০টার দিকে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সোমবার সকালে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজেটিভ। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯জন।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২২জন। যার মধ্যে সদরে ১, সুবর্ণচরে ৩, বেগমগঞ্জে ৩, কোম্পানীগঞ্জে ৭ ও কবিরহাটে ৮জন রোগী রয়েছে। জেলায় মোট আক্রান্ত ২৭৪৫। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৭৫৪ ও আইসোলেশনে রয়েছেন ৯৩৪জন রোগী।

 



 

Show all comments
  • গাজী ওসমান ২১ জুলাই, ২০২০, ১:২৭ এএম says : 0
    হে আল্লাহ তুমি আমাদের করোনা থেকে হেফাজত করো। তুমি ছাড়া আমাদের আর কেউ উদ্ধারকারী নেই্
    Total Reply(0) Reply
  • তাসফিয়া আসিফা ২১ জুলাই, ২০২০, ১:২৮ এএম says : 0
    নোয়াখালীতে করোনার প্রতাপ বেশি হওয়ার পেছনে কারণ রয়েছে। ঢাকা থেকে যাতায়াত নিয়ন্ত্রণ না করলে সামনে আরও খারাপ অবস্থা হবে।
    Total Reply(0) Reply
  • হোসাইন এনায়েত ২১ জুলাই, ২০২০, ১:২৯ এএম says : 0
    হে আল্রাহ করোনায় আত্রান্তদের হেফাজত করো, দ্রুত সুস্থ করে দাও।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ