Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে ৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ৫:০৮ পিএম

নাটোরের লালপুরে ৪৮৫পিচ ইয়াবাসহ নয়ন (২৬) ও সিয়াম ইসলাম সজল (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২০ জুলাই) দুপুুর ২টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট বাজার এলাকা থেকে ইয়াবাসহ হাতেনাতে তাদের আটক করা হয়।
আটককৃত নয়ন লালপুর উপজেলার গৌরীপুর এলাকার আব্দুুস সাত্তারের ছেলে ও সিয়াম ইসলাম বড়াইগ্রাম উপজেলার নাটবাড়িয়া এলাকার তসলিম উদ্দিনের ছেলে।
র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান,‘ গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে র‌্যাব-৫এর একটি অভিযানিকদল উপজেলার গোপালপুর রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৮৫ পিচ ইয়াবাসহ নয়ন ও সিয়াম ইসলাম সজল কে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল জব্দকরা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো বলে জনসম্মুুখে স্বিকার করে আটককৃত দুইজন। পরে তাদের বিরুদ্ধে লালপুুর থানায় মাদকদ্র্রব্য আইনে মমলা রুজু হয়েছে বলে জানান তিনি। ’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ