বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার শ্যামনগরে র্যাব অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (২০ জুলাই) সকালে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন হরিনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামীর নাম রুহুল কুদ্দুস (৪০) । তিনি হরিনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
খুলনা র্যাব ৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি মোঃ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, রুহুল কুদ্দুস যৌতুকের দাবিতে তার স্ত্রীর উপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় পারিবারিক আদালতে মামলা হয়। আদালত তাকে ২ বছররে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। এরপর থেকেই রুহুল কুদ্দুস পলাতক ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।