Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহরণ মামলায় কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদ গ্রেফতার

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ৪:১৬ পিএম

চাঁদাবাজি ও অপহরণ মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।
সোমবার (২০ জুলাই) সকালে কলারোয়ার যুগীখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার আলী হায়দার জানান, ২০১৮ সালের ৫ আগস্ট কলারোয়ার পাইকপাড়া গ্রামের কলেজ পড়–য়া ছাত্র ওসমান আলীকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে আবু সাঈদের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র। পরে মুক্তিপণবাবদ এক লাখ টাকা দাবি করলে ওসমানের পিতা আজগর আলী ৩৫ হাজার টাকা দিয়ে ছেলেকে ফেরত আনেন। এ ঘটনায় আবু সাঈদকে আসামি করে ২০১৮ সালের ১২ আগস্ট কলারোয়া থানায় মামলা করা হয়। পরে চাঞ্চল্যকর এই মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ