বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রাণঘাতী করোনা মহামারীতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের অধীনে সারাদেশের ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক শিক্ষিকারা বিগত ৭ মাস যাবত বেতন ভাতা পাচ্ছে না। এসব শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছেন। আসন্ন ঈদুল আজহার আগেই এসব দুর্দশাগ্রস্ত শিক্ষকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মুফতি জয়নুল আবেদীন। এতে প্রধান অতিথি হিসেবে ইফা বোর্ড অব গভর্নরস আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্প অনুমোদনের জোর দাবি জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় ২০১৮ সালে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার কার্যক্রম চালু করা হয়েছে। এসব মাদরাসার কার্যক্রম চালু করা না হলে সারাদেশে হাজার হাজার ছাত্র ছাত্রীরা দ্বীনি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। তিনি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের বকেয়া বেতন বোনাস ঈদের আগেই পরিশোধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মুফতি নাজমূল হুদা, সহসভাপতি মুফতি মমিনুল হাসান, মহাসচিব হাফেজ মাওলানা জাকির হোসেন গোপালগঞ্জী, অর্থ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, মুফতি আলমাস, মাওলানা ওসমান গণি , মাওলানা রাশেদুল আলম , হাফেজ মাওলানা আব্দুস সাত্তার ও মুফতি আহমদ কবীর।
সংবাদ সম্মেলনে বলা হয়, করোনা মহামারীতে এসব অসহায় শিক্ষকরা কারো কাছে হাত পাততেও পারছে না। ধার দেনা করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রি কিনতে হিমশিম খাচ্ছে ইফার শিক্ষকরা। অনাহারী সন্তান ও বৃদ্ধ মা বাবার সামনে ঈদের দিন মুখ দেখানো সম্ভব নয়; তাই ঈদের পূর্বে বেতন বোনাস না পেলে ঈদুল আজহার দিন শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হবে।
মহামারীর মধ্যে মানুষ যখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে ঠিক সেই মুহুর্তে নিরুপায় হয়ে আমরা এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সালে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সঙ্গে দেশের প্রতিটি উপজেলায় ২টি করে এবং ঢাকা ও অন্যান্য মহানগর মিলিয়ে মোট ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা করা হয়। এসব মাদরাসার শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টায় ও জনগণের সহযোগিতায় সমগ্র দেশে মাদরাসা ভবন প্রতিষ্ঠা করা হয়।
পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কওমী মাদরাসা থেকে উত্তীর্ণ ১০১০ জন শিক্ষক এবং আলীয়া মাদরাসা থেকে উত্তীর্ণ ১০১০ জন শিক্ষকসহ মোট ২০২০ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়। এছাড়া জেনারেল শিক্ষক নিয়োগের জন্য ১০১০ জন ও কওমী এবং আলীয়া থেকে আরো ১০১০জন করে সর্বমোট ৩০৩০জনের একইভাবে পরীক্ষা নিয়ে ভাইবা সমাপ্ত করে এখনও নিয়োগের অপেক্ষায় আছেন। ২০১৮ শিক্ষাবর্ষ থেকে কওমী ও আলীয়া নেসাবের মোট ২০২০জন শিক্ষক সফলতার সহিত তাঁদের দায়িত্ব পালন করে আসছে।
করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসাও বন্ধ রয়েছে। গত ৬ জুলাই এসব শিক্ষকদের বেতন ভাতার দাবিতে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন পেশ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন দারুল আরকাম মাদরাসার জন্য আলাদা প্রকল্প তৈরী করেছে। নেতৃবৃন্দ আলাদা প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, আলহাজ মিছবাহুর রহমান চৌধুরীর অনুরোধে শিক্ষক নেতৃবৃন্দ ঈদের দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। তিনি শিগগিরই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এসব শিক্ষকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের জন্য বাস্তবমুখী উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।